মেডিকেল ভর্তি পরীক্ষা: প্রশ্নপত্রের ট্রাঙ্ক খুলবে সাড়ে ৯টায়
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শুরু হবে। পরীক্ষা কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় প্রশ্নপত্রের ট্রাঙ্ক খুলতে হবে দায়িত্বপ্রাপ্তদের। এর পূর্বে ট্রাঙ্ক খোলা যাবে না।
সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে এক চিঠিতে কেন্দ্র পরিদর্শকদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা গয়েছে, পরীক্ষার ভেন্যুর গেট খুলবে সকাল ৮টায়। পরীক্ষার্থীদের হলে বা সিটে বসা নিশ্চিত করতে হবে সকাল সাড়ে ৯টার মধ্যে। ভেন্যুর গেট বন্ধ হবে সাড়ে ৯টায়। ভেন্যুর গেট সাড়ে ৯টায় বন্ধ হলেও মানবিক বিবেচনায় ১০টার মধ্যে আসা পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া যেতে পারে। সকাল ১০টার পর কোনো বিবেচনায়ই কোনো পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হবে না।
প্রশ্নপত্রের ট্রাঙ্ক খুলবে সকাল সাড়ে ৯টায়। কেন্দ্র বা ভেন্যুর কন্ট্রোল রুম থেকে প্রশ্নপত্র হলে প্রেরিত হবে সকাল নয়টা ৪৫ মিনিটে। উপরের ফ্লোরের প্রশ্নপত্র আগে পাঠাতে হবে। ইনভিজিলেটররা হলে পৌঁছাবেন সকাল ৮টার মধ্যে।
পরীক্ষার্থী, ইনভিজিলেটর ও ভেন্যুর কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল, ইলেকট্রনিক্স, ব্লটুথ, এয়ারফোন ইত্যাদি সাথে আনা যাবে না। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হলে মোবাইল ফোন ব্যবহার করবেন না। মোবাইলে কোনো ছবি তুলবেন না। ট্রাঙ্কের ছবিও না। ভেন্যু-ইন-চার্জের হাতে অধিদপ্তর থেকে সরবরাহকৃত একটি মোবাইল থাকবে। তিনি ট্রাক খোলার ছবিসহ অন্যান্য তথ্য এ মোবাইলে অধিদপ্তরে আদান-প্রদান করবে পারবেন।
কোনো অননুমোদিত ব্যক্তি কেন্দ্র, ভেন্যু বা হলে প্রবেশ করতে পারবেন না। কোনো অভিভাবক ভেন্যু বা হলে প্রবেশ করবেন না। দায়িত্বপ্রাপ্ত সবাই সংশ্লিষ্ট দায়িত্ব সংক্রান্ত চেস্ট-কার্ড উপযুক্ত স্থানে প্রদর্শন করবেন।