০৯ মার্চ ২০২৩, ১২:৪৭

চূড়ান্ত হচ্ছে গুচ্ছের প্রক্রিয়া, সভা হতে পারে আগামী সপ্তাহে

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে এখনো সভা ডাকেনি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি। তবে এ সংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহে সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এখনো গুচ্ছে না থাকার বিষয়ে অনড়। তারা নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নিতে চায়। যদিও এ বিশ্ববিদ্যালয় দু’টি শেষ পর্যন্ত থাকবে বলে অন্য বিশ্ববিদ্যালয়গুলো আশা করছে।

সূত্র আরও জানায়, গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে। টেকনিক্যাল নানা বিষয় চূড়ান্ত করার কাজ চলছে। আগের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি বিজ্ঞপ্তি চূড়ান্ত ও প্রকাশ করার কাজ করা হচ্ছে। জুলাইয়ের মধ্যে এ নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে গুচ্ছভুক্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.শাহ্ আজম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে সব প্রক্রিয়া গুছিয়ে আনা হচ্ছে। খুব দ্রুত সভা ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আশা করছি, ২২টি বিশ্ববিদ্যালয়ই গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় থাকবে।

এর আগে গুচ্ছভুক্ত একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, চলতি মার্চ মাসের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে আগামী জুলাইয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ‍করতে চান তাঁরা। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সভা শেষে এ কথা জানান তারা।