সোয়া লাখ ছাড়াল মেডিকেলে ভর্তি আবেদন
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেলে ভর্তি আবেদন সংখ্যা সোয়া লাখ ছাড়িয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি আবেদনগ্রহণ শেষ হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি থেকে আবেদনগ্রহণ শুরু হয়। প্রথমদিনেই প্রায় ৬০ হাজার শিক্ষার্থী আবেদন করেছিলেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত আবেদন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩০ হাজার। এই সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন অধিদপ্তরের কর্মকর্তারা।
জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখন পর্যন্ত প্রায় এক লাখ ৩০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। গতকাল রাত পর্যন্ত এই সংখ্যা ছিল এক লাখ ২৪ হাজার।
মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১০ মার্চ সকাল ১০টায় সারাদেশের ১৯টি ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।