১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৭

প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে সভায় বসছে আয়োজক কমিটি

চুয়েট, কুয়েট ও রুয়েটের লোগো  © ফাইল ফটো

দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে সভায় বসতে যাচ্ছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। আজ বেলা ১২টায় এই সভায় শুরু হবে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

তিনি বলেন, প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণসহ যাবতীয় বিষয় চূড়ান্ত করতে সভা ডাকা হয়েছে। সভা শেষে ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে জানানো যাবে।

এর আগে গত বছরের ৬ আগস্ট প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে আট হাজার ৭৪০ জন এবং ‘খ’ বিভাগে ৭৩৭ জন মিলিয়ে মোট ৯ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী; কুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে আট হাজার ৫৫৩ জন এবং ‘খ’ বিভাগে ৮৭০ জন মিলিয়ে মোট ৯ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এরপরে ১১ আগস্ট চলতি বছরের এ পরীক্ষার ফল প্রকাশিত হয়।

প্রকৌশল গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয় হলো- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।