ঢাবিতে ‘সেকেন্ড টাইমে’র দাবিতে বিক্ষোভ করবে ভর্তিচ্ছুরা
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন ২০২১ সালের এইচএসসি উত্তীর্ণরা। রোববার (২০ নভেম্বর) বেলা ১১টায় এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাবিতে সেকেন্ড টাইম আন্দোলনের অন্যতম সমন্বয়ক আলভী মাহমুদ।
তিনি বলেন, ঢাবিসহ সকল বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ পাওয়া আমাদের অধিকার। এই অধিকার থেকে দীর্ঘদিন ধরে আমাদের বঞ্চিত করা হচ্ছে। এর প্রতিবাদে মূলত আজ আমরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করব।
আলভী জানান, বেলা ১১টায় শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে আমাদের কর্মসূচি শুরু হবে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। তবে দাবি মেনে নেওয়া না হলে শাহবাগ অবরোধ করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখলে অনেক মেধাবী ছাত্র ঢাবিতে পড়ার সুযোগ পাবেন না- এ ধারণা থেকে ২০১৪ সালের ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে। পরে ঢাবির এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা তখন আন্দোলন করেছিলেন। এছাড়া এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক আদালতে রিটও করেছিলেন।