প্রফেশনাল কোর্সে ভর্তির প্রথম মেধাতালিকা ১ নভেম্বর
২০২১-২০২২ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোর্সভিত্তিক ১ম মেধাতালিকা আগামী ১ নভেম্বর বিকাল ৪টায় প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফল এসএমএস (nu<space>athp<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে) এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।
এর আগে, ২০ সেপ্টেম্বর থেকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের ভর্তি আবেদন শুরু হয়। শেষ হয়েছে গত ১০ অক্টোবর। আবেদন শেষে ফির ৩০০ টাকা পরের দিন অর্থাৎ ১১ অক্টোবরের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছিল।
আরও পড়ুন: অনেকে জানেন না, জাতীয় বিশ্ববিদ্যালয়ও 'পাবলিক বিশ্ববিদ্যালয়'
প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ৩০ অক্টোবর থেকে শুরু হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions এর Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।