চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, কোর্স শুরু জানুয়ারিতে
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল। চক্ষু সংক্রান্ত বিভিন্ন সাব-স্পেশালিটিতে স্বল্প এবং দীর্ঘমেয়াদী এডভান্স স্নাতকোত্তর প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। কোর্সটি শুরু হবে ২০২৩ সালের জানুয়ারি মাসে।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ডিরেক্টর অধ্যাপক গোলাম মোস্তফা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়,
আবেদনের যোগ্যতা হিসেবে প্রার্থীদের একটি এফসিপিএস/এমএস/ডিও/এমসিপিএস বা বিএমডিসি দ্বারা স্বীকৃত চক্ষুবিদ্যায় সমমানের ডিগ্রি থাকতে হবে। বেসরকারি এবং সরকারি উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: প্রথমবারেই নর্থ সাউথের বাজিমাত
আগামী ১০ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফর্মে (ইনস্টিটিউটের একাডেমিক বিভাগে পাওয়া যাবে) আবেদন জমা দিতে হবে। প্রার্থীদের একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে যার মধ্যে একটি লিখিত পরীক্ষা এবং একটি ইন্টারভিউ অন্তর্ভুক্ত থাকবে। সরকারি প্রার্থীদের যথাযথ মাধ্যমে আবেদন করতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের জনল্যাণমূলক অলাভজনক গণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল একটি যা চক্ষুরোগাক্রান্ত যেকোন বয়সী ব্যক্তির চোখের চিকিৎসায় ও পুনর্বাসনে নিয়োজিত। সরকারি পর্যায়ের এ শীর্ষ প্রতিষ্ঠানটি দেশব্যাপী উন্নত চক্ষু সেবা প্রদানের পাশাপাশি যথাযথ দক্ষতাসম্পন্ন মানব সম্পদ উন্নয়নে প্রশিক্ষণ প্রদান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে।