‘ঢাবি-রাবি-চবিতে সেকেন্ড টাইম দাবি’
আগামী ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম রাখার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (২১ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের পক্ষ থেকে এ স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, আমরা শিক্ষার্থীরা যদি আমাদের ন্যায্য অধিকার না পাই অধিকার আদায়ের জন্য যদি আন্দোলন করতে হয় তাহলে কেন আমাদের ছোট বেলা থেকে শেখানো হয়েছিল........ ‘যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত।’ আপনি অবগত আছেন যে, বাংলাদেশ একটি জনবহুল দেশ। ১৬ কোটির এই দেশে ট্রাফিক জাম এর কারণে সময় মতো পরীক্ষার্থীরা পরীক্ষার হলে পৌঁছাতে ব্যর্থ হয়।
শিক্ষার্থীরা দাবি করেন, ‘এছাড়াও আরও কিছু প্রতিবন্ধকতা রয়েছে যেমন কারো বাবা-মা অথবা নিকট আত্মীয় মারা যেতে পারেন, প্রাকৃতিক দুর্যোগ (বন্যা) ইত্যাদির কারণে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। তাছাড়াও প্রথমবার অকৃতকার্য হলে পরিবার সমাজ থেকে আমাদেরকে কটূক্তি করে কথা বলা হয়। অনেক শিক্ষার্থীরা তা মেনে নিতে ব্যর্থ হয় এবং আত্মহত্যার মতো অসামাজিক কাজ করে বসে। একটি জাতিকে উন্নত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। যদি শিক্ষায় জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষার ক্ষেত্রে কেন এত প্রতিবন্ধকতা?’
শিক্ষার্থীরা জানান, ‘হাজারো শিক্ষার্থীর স্বপ্ন থাকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পড়াশোনা করবে। আমাদের মতো প্রত্যেকটি স্বপ্ন পিপাসু শিক্ষার্থীর উক্ত বিশ্ববিদ্যালয় ঘিরে লালিত স্বপ্ন গুলোকে বাস্তবায়িত করার জন্য, প্রত্যেকটি শিক্ষার্থীকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিয়ে আপনার কর্ম তৎপরতায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিববর্ষের উপহার হিসেবে আমরা সকল পাবলিক বিশ্ববিদ্যালয়-এ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই এবং আমরা খুব শীঘ্রই আমাদের পক্ষে রায় পাবো বলে মনে করি।’
আরও পড়ুন : বিসিএসেও এত পরিশ্রম হয় না— অপারেশন সুন্দরবন নিয়ে নায়ক
শিক্ষার্থীদের দ্বিতীয়বার সুযোগ দেওয়ার যৌক্তিক দাবি নিম্নরূপ:
১। ঢাকা বিশ্ববিদ্যালয়-এ দ্বিতীয়বার সুযোগ চাই
২। রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ দ্বিতীয়বার সুযোগ চাই
৩। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার সুযোগ চাই
৪। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার সুযোগ চাই