ইবিতে ৩০ নম্বরেই একাধিক ভর্তিচ্ছুর ভর্তির সুযোগ!

ইবি
ইবি   © টিডিসি ফটো

গুচ্ছভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে পাঁচ ধরনের কোটায় শিক্ষার্থী ভর্তি করা হবে। এক্ষেত্রে কেবলমাত্র পাস নম্বরেই এসব কোটায় ভর্তির সুযোগ পাবেন একাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ইবির ভর্তি কমিটি সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা সূত্র এ তথ্য জানিয়েছেন।

ইবির ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর নতুন শিক্ষাবর্ষে ভর্তির সময় মুক্তিযোদ্ধা, উপজাতি/ক্ষুদ্র-নৃগোষ্ঠী/জাতিসত্তা, হরিজন-দলিত, শারীরিক প্রতিবন্ধী এবং পোষ্য কোটায় শিক্ষার্থীদের ভর্তি করা হয়। 

এর মধ্যে- মুক্তিযোদ্ধা কোটায় মোট আসনের ৫% অর্থাৎ ১১৬ জন, ক্ষুদ্র-নৃগোষ্ঠী/জাতিসত্তা/উপজাতি কোটায় ১৫ জন, হরিজন-দলিত প্রতিবন্ধী কোটায় ০৫ জন ভর্তির সুযোগ পাবেন। এদিকে শর্ত পূরণ করলে সকলেই পোষ্য কোটায় ভর্তির সুযোগ পাবেন, যা মেধার ভিত্তিতে বিভাগসমূহের মধ্যে সমভাবে বণ্টিত হবে। 

জানা গেছে, বর্তমানে ইবিতে মোট ৩৪টি বিভাগ এবং ইন্সটিটিউট রয়েছে। যেকোনো কোটায় ভর্তির ক্ষেত্রে গুচ্ছ ভর্তি পরীক্ষায় একজন শিক্ষার্থীকে অন্ততপক্ষে ৩০ নম্বর পেতে হবে। তবে ইবির বিভিন্ন বিভাগে নৃগোষ্ঠী/জাতিসত্তা/উপজাতি কোটা, হরিজন-দলিত প্রতিবন্ধীসহ অন্যান্য কোটায় একজনের বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন না। 

আরও পড়ুন : গুচ্ছভুক্ত ইবির আসনসংখ্যা ও খুঁটিনাটি

এ ব্যাপারে ইবির এক কর্মকর্তা জানান, ‘২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় কোনো পাস নম্বর ছিল না। তবে এবার পাস নম্বর ৩০ নির্ধারণ করা হয়েছে। ফলে যারা কোটায় আবেদন করবেন, তাদের ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে।’

এ কর্মকর্তা আরও জানান, ‘তবে গুচ্ছ কমিটি কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো সময় এ নিয়ম পরিবর্তন হতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে আবেদনের শর্ত আরও শিথিল কিংবা বৃদ্ধি করতে পারে।’


সর্বশেষ সংবাদ