১১ জানুয়ারি ২০২৫, ১৭:৩১

কুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)  © ফাইল ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দীর্ঘ চার বছর পর স্বতন্ত্রভাবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং মুক্তহস্ত অংকন দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত কুয়েটসহ মোট ১১টি কেন্দ্রে  সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। 

এবারের ভর্তি পরীক্ষায় মোট ২৪ হাজার ৫২৭ পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৬৬১ পরীক্ষার্থী অংশ নেন। যা শতকরা উপস্থিতির হার ৯২ দশমিক ৩৯।  

কুয়েটসহ খুলনা বিশ্ববিদ্যালয়, রেভারেন্ড পল্স হাইস্কুল খুলনা ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা, সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ খালিশপুর খুলনা, সরকারি মহিলা কলেজ বয়রা খুলনা, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বয়রা খুলনা, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ খুলনা, সরকারি এম.এম. সিটি কলেজ খুলনা, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনাতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

ভর্তি পরীক্ষা চলার সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ও প্রো-ভিসি প্রফেসর ড. শেখ শরীফুল আলম ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলামসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কুয়েটের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাসহ অন্যান্য কেন্দ্রগুলোর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগে ৬০ জন।

লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, মেটেরিয়ালস্ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন।


  


কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ জন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত (ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের এবং চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) পাঁচটি আসনসহ তিনটি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত সবাই তথ্যাবলি admission.kuet.ac.bd তে পাওয়া যাবে।