শ্রমিক আন্দোলনে সংহতি প্রকাশ জয়পুরহাট জেলা ছাত্র ইউনিয়নের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৯, ০৪:২৩ PM , আপডেট: ১০ জানুয়ারি ২০১৯, ০৪:৩৭ PM
ঢাকার উত্তরা ও সাভারে বকেয়া বেতন-ভাতার দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জয়পুরহাট জেলা সংসদ। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে পুলিশের লাঠিপেটা, টিয়ারগ্যাস নিক্ষেপ এবং তাদের হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল বুধবার এক বিবৃতি দেয় জেলা সংসদের আহ্বায়ক রিফাত আমিন রিয়ন এবং যুগ্ম আহ্বায়ক রেজুয়ান আহমেদ।
বিবৃতিতে নেতারা বলেন, বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে কম মজুরিতে গার্মেন্টস শ্রমিকরা কাজ করছে বাংলাদেশে। তবুও মাসের পর মাস তাদের বেতন, ভাতা, কাজের নিরাপদ পরিবেশ, নিরাপত্তা পাচ্ছে না শ্রমিকরা। অপরদিকে গার্মেন্টস মালিকরা দিন দিন আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। এক সময়ের সবচেয়ে সম্ভাবনাময় শিল্পখাত আজ ধ্বংসের মূলে যে মুনাফালোভী মালিকরাই দায়ী এতে এখন আর কোন সন্দেহ নেই বললেই চলে।
আরো বলা হয়, আবিলম্বে স্বৈরাচারী শোষক শ্রেণীর পা চাটা এই গার্মেন্টস মালিকদের বিচার করতে হবে। একই সাথে সকল শ্রমিকদের বকেয়া বেতন ও সকল প্রকার ভাতা প্রদান করার দাবি জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জয়পুরহাট জেলা সংসদ। নেতৃবৃন্দ অবিলম্বে প্রকৃত শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনায় বসে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে ন্যুনতম মূল মজুরী ১০ হাজার এবং মোট মজুরী ১৬ হাজার টাকা কার্যকর করার দাবি জানান।
নেতারা হুঁশিয়ারি জানিয়ে বলেন, শ্রমিকদের সংকট সমাধান না করে যদি সরকার পুলিশ দিয়ে আন্দোলন দমন করতে চায়, তবে তার পরিণতির দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। অর্থনীতির এসব চালকদের উপর যদি নিপীড়ন বন্ধ না করা হয় তাহলে ছাত্র জনতা রাজপথে নেমে আসতে বাধ্য হবে।