সারাদেশে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব

নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা

নতুন বই পেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
নতুন বই পেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস  © সংগৃহীত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে বছরের প্রথম দিন আজ মঙ্গলবার সারাদেশে পালিত হচ্ছে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব। বছরের প্রথম দিন টানা দশম বারের মত প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। 

জাতীয় পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকালে  উৎসব অনুষ্ঠিত হয়েছে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে। অন্যদিকে, একই সময়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে এই উৎসব পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। এর আগে গত ২৪ ডিসেম্বর কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বিনা মূল্যের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বছরের শুরুর দিনই পাঠ্যবই হাতে পাওয়ায় সারাদেশের স্কুল-মাদ্রাসাগুলোতে বেশ উচ্ছ্বসিত ছিল শিক্ষার্থীরা। নতুন বইয়ের ঘ্রাণে তারা হয়ে ওঠে মাতোয়ারা। রাজধানী ঢাকার মত সারাদেশে বছরের প্রথম দিনে বই উৎসব পালিত হচ্ছে। উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহে নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সরকারি বিদ্যাময়ী বালিকা বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে শিক্ষার্থীরা

 

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মো. নায়েরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর গাজী হাসান কামাল, মাউশির পরিচালক প্রফেসর আজহারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বা মজিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস।  ছবি: আনোয়ার হোসাইন

 

দেশের দক্ষিণাঞ্চলের রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব শুরু হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বছরের প্রথম দিনে বই সরবরাহ করা হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত। এ উপলক্ষে রংপুর সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জয়নুল বারী। বিশেষ অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবিব সহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা। 

বছরের প্রথমদিন শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। শিক্ষার্থীরা বলেন, শেখ হাসিনা শিক্ষাবান্ধব বলেই তার নির্দেশেই এভাবে সব শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।

কক্সবাজারের পেকুয়ার উজানটিয়া এ.এ.এস.আলিম মাদরাসায় শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিচ্ছেন শিক্ষকরা। ছবি: ইব্রাহীম

সুনামগঞ্জে বছরের প্রথম দিন শিক্ষার্থীরা হাতে পেল নতুন বই। আজ মঙ্গলবার সকাল ৯টায় বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। শহরের সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করে উৎসবের উদ্বোধন করেন। 

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা জানায়, বছরের প্রথম দিন নুতন বই হাতে পেয়ে তাদের বেশ ভালো লাগছে। সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাশহুদ চৌধুরী বলেন, বছরের প্রথম দিনে বই পাওয়ার কারণে হাওর এলাকার শিক্ষার গুণগত মান বাড়বে। এতে শিক্ষার দিক থেকে পিছেয়ে পড়া জনপদ সুনামগঞ্জের হাওর এলাকার শিক্ষার দিক থেকে এগিয়ে যাবে ও গুণগত মান বাড়বে।

চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বা মজিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিচ্ছেন কর্তৃপক্ষ। ছবি: আনোয়ার হোসাইন

 

এনসিটিবির সূত্রমতে, ২০১৯ সালের জন্য প্রাক-প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর জন্য মোট ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই দেওয়া হচ্ছে। এ জন্য খরচ পড়ছে প্রায় ১ হাজার ৮২ কোটি টাকা।


সর্বশেষ সংবাদ