বাউয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
নাটোরের বাগাতিপাড়া উপজেলা দয়ারামপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় প্রযুক্তি মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ের ১৭৬টি গ্রুপে ৩৫১ শিক্ষার্থীর অংশগ্রহণে ৬টি ইভেন্টে এ মেলা অনুষ্ঠিত হয়।
১০ মে, বৃহস্পতিবার বিকেলে স্কাইলাইট মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল (অব) এএইচ এম শহীদুল্লাহ প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
ভিসি তার বক্তব্যে বলেন, এই মেলায় অংশ নেয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তাদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটবে। মেলায় অংশগ্রহণ ও তথ্য বিনিময়ের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রযুক্তিগত উৎকর্ষতা সাধিত হবে।
প্রযুক্তি মেলা ও প্রতিযোগিতায় প্রজেক্ট শো (হার্ডওয়ার ও সফটওয়ার), আইডিয়া কনটেস্ট (পোস্টার প্রেজেনটেশন), অটোক্যাড এবং গেইমিং (ফিফা-১৮, এনএফএস মোস্ট ওয়ানটেড)-এই চারটি ক্যাটাগরিতে ৬টি ইভেন্টে প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।