০৭ মে ২০১৮, ১৬:২৫

কলেজ ভর্তিতে শতভাগ মেধায়, কোটায় অতিরিক্ত ভর্তি

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবারও ভর্তির জন্য কোন বাছাই বা ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি ও সমমানের ফলে ভিত্তিতে ভর্তি করা হবে।

এবার একাদশ শ্রেণিতে শতভাগ মেধার ভিত্তিতে ভর্তি করা হবে। তবে মেধার ভিত্তিতে ভর্তির পর বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত (কোটা) শিক্ষার্থী ভর্তি করা যাবে। এজন্য তাদের ১১ ভাগ অতিরিক্ত সংরক্ষিত থাকবে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত এ নীতিমালায় বলা হয়েছে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আগামী ১৩ থেকে ২৪ মে পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে http://www.xiclassadmission.gov.bd-এ ঠিকানায় অথবা মুঠোফোনের (টেলিটক) খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে আবেদন করতে পারবে। এরপর ফল প্রকাশ এবং ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।

নীতিমালায় বলা হয়েছে, অনলাইনে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীরা ১৫০ টাকা ফি জমা দেওয়ার মাধ্যমে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। আর এসএমএসের মাধ্যমে আবেদনের জন্য কলেজপ্রতি ১২০ টাকা ফি দিতে হবে।

প্রসঙ্গত, ৬ মে, রোববার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১০ বোর্ডে মোট পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন। এবার জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।