আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ০১:৪৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২২, ০১:৪৬ PM
আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ১৭ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রবিবার (৭ আগস্ট) বাংলাদেশ বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল উর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট লিখিত পরীক্ষা আগামী ১৭ সেপ্টেম্বর হবে। গত ১৭ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ এবং বার কাউন্সিল বিধি ৬০ এ (৩) অনুযায়ী অব্যবহিত পূর্বের এমসিকিউ পরীক্ষা তথা গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু তৎপরবর্তী লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীগণ আসন্ন এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
আরও পড়ুন: আ.লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবি ‘৩৫ প্রত্যাশীদের’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উভয় প্রকার প্রার্থীগণের জন্য অনলাইন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির বিষয়ে করণীয় সম্পর্কে শিগগিরই জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েব সাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হইবে।