এসএসসি-এইচএসসির সিলেবাস নিয়ে আজ সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
আগামী বছরের অর্থাৎ ২০২৩ সালের এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষার সিলেবাস নিয়ে সংবাদ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
জানা যায়, করোনার কারণে সশরীরে ক্লাস না নেয়ায় ২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস কমানো হয়েছিল। তবে এখন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক নিয়মে ক্লাস শুরু হয়েছে।
এ পরিস্থিতিতে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসির পরীক্ষার্থীদের সিলেবাস কমানো হচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
আরো পড়ুন: কোন বিশ্ববিদ্যালয়ে কবে কীভাবে ভর্তি পরীক্ষা—জেনে নিন
ঢাকা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ বিষয়ে জানান, আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস কমছে। তবে কতটুকু কমছে সে বিষয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ঘোষণা দেবেন।