১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৬

পাশে সেরা যশোর বোর্ড

যশোর বোর্ড  © টিডিসি ফটো

এইচএসসি পরীক্ষার ফলে সবচেয়ে বেশি পাশের হার যশোর শিক্ষা বোর্ডে। এইচএসসি-২০২১-এর ফলে পাশের হার ৯৮ দশমিক ১১। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ শিক্ষার্থী।

যশোর বোর্ডের প্রকাশিত ফল থেকে জানা যায়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে এক লাখ ২৮ হাজার ১৬৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ২৫ হাজার ৭৪১ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৬৪ হাজার ১০৬ জন এবং ছাত্রী ৬১ হাজার ৬৩৫ জন। পাশের হার ৯৮ দশমিক ১১। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন। বহিষ্কৃত হয়েছে তিনজন।

শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, ২০২১ সালে যশোর বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ১৮ হাজার ৯৭০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৮ হাজার ২১ জন। পাশের হার ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩৮৮ জন।

মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৯১ হাজার ৯৮৫ জন। উত্তীর্ণ হয়েছে ৯১ হাজার ২৩০ জন। পাশের হার ৯৯ দশমিক ১৮ শতাংশ। এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে আট হাজার ৫৭৬ জন।

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না জিপিএ-৫ পাওয়া দেড় লাখ শিক্ষার্থীর

ব্যবসায় শিক্ষা বিভাগের ১৭ হাজার ২০৮ জন ছাত্রছাত্রীর মধ্যে পাশ করেছে ১৬ হাজার ৪৯০ জন। পাশের হার ৯৫ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯১৪ ছাত্রছাত্রী।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতিতে সুনির্দিষ্ট করে ভালোভাবে বেশি সময় ধরে প্রস্তুতি নিতে পেরেছে। এ কারণে এমন ফল অর্জন সম্ভব হয়েছে।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ২৬। এই পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। এর মধ্যে পাস করেছেন ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন। অন্যদিকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ৫৭।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৮৭২ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ ৫ পেয়েছেন ৫ হাজার ৭৭৫ জন।