এইচএসসির শেষ দিনে অনুপস্থিত ১১ হাজার
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ১৮তম তথা শেষ দিনে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সারাদেশের ৯টি শিক্ষাবোর্ডে প্রায় ১১ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, এদিন সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিলো ১০ হাজার ৯৮১ জন পরীক্ষার্থী। তবে বিকেলের পরীক্ষায় কোনো শিক্ষার্থী অনুপস্থিত ছিলো না।
বৃহস্পতিবার সকালে হয় সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র ও সমাজকর্ম দ্বিতীয় পত্র পরীক্ষা। এতে ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত থাকেন ২ হাজার ৬৬২ জন, চট্টগ্রাম বোর্ডে ৩৭৯, রাজশাহী বোর্ডে ১ হাজার ৬৫৪, বরিশাল বোর্ডে ৯২৫, সিলেট বোর্ডে ৭১১, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৯৫, কুমিল্লা বোর্ডে ১ হাজার ১৪৯, ময়মনসিংহ বোর্ডে ৭৩৬ এবং যশোর বোর্ডে ১ হাজার ৬৭০ জন।
বিকেলে হয় ক্রীড়া দ্বিতীয় পত্র পরীক্ষা। এতে কোনো শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন না।
সাধারণত প্রতিবছরের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তবে করোনা মহামারির কারণে এক বছর বিরতির পর ২ ডিসেম্বর থেকে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর পরীক্ষার্থীদের কেবল তিনটি ঐচ্ছিক বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা। বাংলা, ইংরেজি ও গণিত পরীক্ষা দেয়া লাগেনি।
ঐচ্ছিক বিষয়ের ফলাফল এবং জেএসসি পরীক্ষাসহ শিক্ষার্থীদের আগের পাবলিক পরীক্ষার গ্রেড পয়েন্ট বিবেচনা করে চূড়ান্ত ফল তৈরি করা হবে।