এসএসসি: কড়া নজরদারিতে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-টুইটার
আগামী ১৪ নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টুইটার কড়া নজরদারিতে থাকবে। কোনো আইডি সন্দেহজনক মনে হলে সেটি মনিটরিং করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভা সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষার সাতদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মনিটরিং শুরু করবে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ যেন প্রশ্নফাঁস করা কিংবা তার গুজব ছড়াতে না পারে সেটি মনিটরিং করা হবে। এছাড়া মোবাইল ব্যাংকিংও মনিটরিং করা হবে। কোনো অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হলে সেটি বন্ধ করে খতিয়ে দেখা হবে।
বিষয়টি নিশ্চিত করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের সভা হয়েছে। কেউ যেন গুজব ছড়াতে না পারে সেজন্য নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। কোনো আইডি সন্দেহজনক মনে হলে তাকে আটক করতে বলা হয়েছে।