১৪ নভেম্বর থেকেও এসএসসি পরীক্ষা, কাল রুটিন প্রকাশ

এসএসসি পরীক্ষার্থী
এসএসসি পরীক্ষার্থী  © ফাইল ফটো

আগামী ১৪ নভেম্বর থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরুর অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) রুটিন প্রকাশ করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড।

এ প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ রোববার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, এখনো মন্ত্রণালয়ের অনুমোদনের বিষয়ে জানি না। অনুমোদন দেওয়া হলে আগামীকাল রুটিন প্রকাশ করা হবে।

জানা গেছে, এসএসসি সমমান পরীক্ষার চারটি খসড়া রুটিন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। প্রস্তাবিত রুটিনে আগামী ১০, ১২, ১৪ ও ১৫ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু কথা বলা হয়। ১৪ নভেম্বর থেকে পরীক্ষা শুরুর অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। 

গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ড। সূচি অনুযায়ী এবারের দাখিল পরীক্ষা আগামী ১৪ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।


সর্বশেষ সংবাদ