নতুন কারিকুলাম
শুধু দশম শ্রেণির সিলেবাসে হবে এসএসসি পরীক্ষা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১০:১১ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১০:১১ PM
২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আর তখন থেকে মাধ্যমিকের শিক্ষার্থীদের কেবলমাত্র দশম শ্রেণির সিলেবাসের আলোকে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে।
সোমবার গণভবনে জাতীয় শিক্ষাক্রমের খসড়া উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে সচিবালয়ে অয়োজিত এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা যে নতুন কারিকুলাম তৈরি করেছি সেখানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কেবলমাত্র একটি পাবলিক পরীক্ষা নেওয়া হবে। এর বাইরে কোনো পাবলিক পরীক্ষা হবে। শুধু দশম শ্রেণির পাবলিক পরীক্ষা হবে। পরীক্ষা দশম শ্রেণির সিলেবাসে।
দীপু মনি বলেন, চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত একাডেমিক পরীক্ষা হবে। প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা হবে না। দশম শ্রেণি শেষ করার পর, এবং দ্বাদশ শ্রেণি শেষে পাবলিক পরীক্ষা হবে।