২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

পরীক্ষার্থী
পরীক্ষার্থী  © ফাইল ফটো

২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ৯ আগস্টের মধ্যে সুবিধাজনক সময়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আলিম পরীক্ষার্থীদের দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। 

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বলছে, ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত পাঠসূচির আলোকে ৯ আগস্টের মধ্যে সুবিধাজনক সময়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে অ্যাসাইনমেন্ট সরাসরি বা অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবে। এ কার্যক্রম পরিচালনার জন্য সব মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের বলা হয়েছে।

অ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ