১৬ মার্চ ২০২১, ১২:৫২

এমবিবিএস ফাইনাল প্রফ পরীক্ষার সূচি প্রকাশ

প্রতীকী ছবি  © সংগৃহীত

করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা শুরু হবে আগামী ৪ এপ্রিল। চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। সোমবার (১৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস ফাইনাল প্রফেশনালের ২০২০ সালের নভেম্বরের নতুন সিলেবাস ও ২০২১ সালের জানুয়ারির পুরোনো সিলেবাসের লিখিত পরীক্ষা আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে। ৪ এপ্রিল থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা ১৮ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত। এ ছাড়া অবজেকটিভ স্ট্রাকচারর্ড প্র্যাকটিক্যাল পরীক্ষা ২৫ এপ্রিল এবং ওরাল ও ব্যবহারিক পরীক্ষা আগামী ২৩ মে থেকে শুরু হবে।