২৬ মার্চ থেকে দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু
আগামী ২৬ মার্চ থেকে দাখিল পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ কার্যক্রম শুরু হচ্ছে। ১ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ চলবে। সোমবার (৮ মার্চ) মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থী, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ অকৃতকার্য পরীক্ষার্থীদের ১৫ মার্চের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধান বরাবর আবেদন করতে হবে। ২৫ মার্চ মাদারাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে।
২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করে টিটি স্লিপ বের করতে পারবেন শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া টিটি স্লিপের টাকা ব্যাংক জমা দেয়ার শেষ তারিখ ৪ এপ্রিল। শিক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ ৫ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত দাখিলের ফরম পূরণ করা যাবে। ১০০ টাকা বিলম্ব ফিসহ ফি ১৩ এপ্রিল পর্যন্ত জমা দেয়া যাবে।
বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন