দাখিলের তিন খাতা অন্য বোর্ডের শিক্ষকদের দিয়ে দেখানোর প্রস্তাব

পরীক্ষার্থী
পরীক্ষার্থী  © ফাইল ফটো

দাখিল পরীক্ষার তিন বিষয়ের খাতা অন্য বোর্ডের শিক্ষকদের দিয়ে দেখানোর প্রস্তাব করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (৪ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এই সুপারিশ করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে কমিটির সভাপতি আ স ম ফিরোজ গণমাধ্যমকে বলেন, আমরা মাদ্রাসার পেছনে অনেক টাকা খরচ করি। তবে তারা জাতীয় ক্ষেত্রে তেমন কোনো অবদান রাখতে পারছে না। সেজন্য মাদ্রাসার দাখিল শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের খাতা অন্য বোর্ডের শিক্ষকদের দিয়ে দেখানোর প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষককে নিজেদের চাকরির খাতিরে শিক্ষার্থীদের পাস করিয়ে দিতে দেখা যায়। আমাদের প্রস্তাব বাস্তবায়ন হলে এই সুযোগ আর থাকবে না।


সর্বশেষ সংবাদ