২৩ ডিসেম্বর ২০২০, ১৮:৫২
কলকাতায় মাধ্যমিকের পরীক্ষা জুনে, শেষ হলে উচ্চ মাধ্যমিক
করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেল ভারতের কলকতার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দুই পরীক্ষা হবে ২০২১-এর জুনের পর। আজ বুধবার রাজ্যটির শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ কথা জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, আগামী বছরের জুন-জুলাইয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে চেয়ে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠায় মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই প্রস্তাবে রাজ্য সরকার সায় দিয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রথমে জুনে হবে মাধ্যমিক পরীক্ষা। তার পর হবে উচ্চ মাধ্যমিক।
করোনাভাইরাসের কারণে রাজ্যটির স্কুল, কলেজসহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ক্লাস চলছে অনলাইনে। ফলে পরীক্ষা কবে হবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন রাজ্যের শিক্ষার্থীরা। সেই অবস্থা থেকে রাজ্য সরকারের এই ঘোষণা শিক্ষার্থীদের অনেকটাই স্বস্তি দেবে বলেই মত শিক্ষাবিদদের।