৩ মাসের সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি-এইচএসসি পরীক্ষা

পরীক্ষার হলের ছবি
পরীক্ষার হলের ছবি  © ফাইল ফটো

আগামী বছরের এসএসসি ও এইচএসসি ও সমমানের পরীক্ষা তিন মাসের সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলতে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা আগামী বছর একটু দেরিতে হলেও এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিতে চাই। এজন্য তিন মাসের একটি সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমরা শিক্ষার্থীদের তিন মাস ক্লাস করাতে চাই। সে কারণে হয়তো এসএসসি ও এইচএসসি পরীক্ষা দুই-এক মাস পিছিয়ে যাবে।

উল্লেখ্য, বিগত বছরগুলোতে ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমান এবং ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে আসছে। এবার করোনার কারণে এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে নেয়া গেলেও এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।


সর্বশেষ সংবাদ