১০ নভেম্বর ২০২০, ১৩:২১

এইচএসসি রেজাল্টের গাইডলাইন চলতি মাসেই

উচ্ছ্বসিত শিক্ষার্থী  © ফাইল ফটো

চলমান করোনাভাইরাসের কারণে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার গড় নম্বরের ওপর ভিত্তি করে গ্রেড দেয়া হবে। কীভাবে গ্রেড দেয়া হবে তার একটি গাইডলাইন তৈরির করার কাজ চলছে। চলতি নভেম্বর মাসেই গাইডলাইন তৈরির কাজ শেষ হবে হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।

তিনি বলেন, কীভাবে এইচএসসির গ্রেড দেয়া যায় সেই বিষয়ে আমরা সব সময় আলোচনা করছি। গতকালও আমাদের মিটিং হয়েছে। আমরা সবার সাথে আলোচনা করে একটি গাইডলাইন তৈরির চেষ্টা করছি। আশা করছি এই মাসের মধ্যেই গ্রেড সংক্রান্ত গাইডলাইন তৈরির কাজ শেষ হবে। এরপর সেটি চূড়ান্ত করা হবে।

প্রসঙ্গত, নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন ও অকৃতকার্য এই চারটি মানদণ্ডের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার গড় নম্বর হিসাব করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এটি নিয়েই বর্তমানে গাইডলাইন তৈরির কাজ চলছে। শিক্ষামন্ত্রী ডিসেম্বরের মধ্যে ফল ঘোষণা করার কথা বলায় ওই সময়-রেখা হিসাব করেই কাজ চলছে।