বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে ফারহানা
বাড়িতে চলছে বাবার মরদেহ দাফনের প্রস্তুতি। স্বজনরা শোকাহত। এমন অবস্থায় নেত্রকোনার কেন্দুয়ায় বাবার মরদেহ বাড়িতে রেখে বিএসএস ৩য় বর্ষ পরীক্ষায় অংশ নিয়েছেন মেয়ে ফারহানা আক্তার।
শনিবার (৭ ডিসেম্বর) কেন্দুয়া উপজেলায় কেন্দুয়া সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে বিএসএস ৩য় বর্ষ ইতিহাস পরীক্ষায় অংশ নেয় ফারহানা। সে উপজেলার কেন্দুয়া সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। ফারহানা এ বছর বিএসএস ৩য় বর্ষ পরীক্ষায় অংশ নিয়েছেন।
বাবার মৃত্যুতে ছোট মেয়ে ফারহানা বিএসএস পরীক্ষায় অংশ নেওয়ার ব্যাপারে দোটানায় পড়েন। তবে সে পরীক্ষায় অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়। বাবাকে হারিয়ে কাঁদতে কাঁদতে পরীক্ষা দেয় সে। পরীক্ষা শেষ করে বাড়িতে এসে দেখে তার বাবার দাফনের কাজ শেষ হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার চিরাং ইউনিয়নের পূর্বরায় গ্রামের বাসিন্দা আতিকুর রহমান ভূঞা (৭০) শনিবার (৭ ডিসেম্বর) ভোরে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। দুপুরের দিকে তার জানাজার সময় নির্ধারণ করা হয়। আতিকুর রহমানের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পরীক্ষায় অংশ নেয়ার আগে ফারহানা আক্তার জানায়, বাবা তাকে অনেক ভালোবাসতেন। বাবা চাইতেন, সে যেন পড়ালেখা করে অনেক বড় হয়। বাবার ভালোবাসা এবং স্বপ্নের জন্যই শোক সহ্য করেই তার এ পরীক্ষায় অংশগ্রহণ করা।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত সচিব অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, বাবাকে হারানো যে কোনো সন্তানের জন্য খুবই কষ্টদায়ক। এরপরও ফারহানা বাবা হারানোর কষ্ট নিয়ে পরীক্ষা দিচ্ছে। আমরা তার পরীক্ষার সময় যতটা সহযোগিতা দরকার করছি এবং মানসিক ভাবে সাহস দিচ্ছি।