এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ জানা গেল
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল সময় নির্ধারণ করেছে বোর্ডগুলো। আগামী ১৩ অথবা ১৪ নভেম্বর এ ফল প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৩ অথবা ১৪ নভেম্বর জানিয়ে দেওয়া হবে। যারা আবেদন করেছেন, তাদের এসএমএস দিয়ে ফল জানিয়ে দেওয়া হবে। ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।
আরো পড়ুন: নতুন বই ছাপছে দেশীয় মুদ্রণখানা, বাদ গেলো ভারতীয় প্রতিষ্ঠান
এর আগে ফল পুনঃনিরীক্ষণের আবেদন গত ১৬ অক্টোবর শুরু হয়ে চলে ২২ অক্টোবর পর্যন্ত। প্রতিটি পত্রের ফল পুনঃনিরীক্ষার ফি ছিল ১৫০ টাকা। এবারের এইচএসসি পরীক্ষায় সারা দেশে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশ নেন।
১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। গত বছরের চেয়ে এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।