এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল কবে জানাল আন্তঃশিক্ষাবোর্ড
গত রবিবার (১২ মে) চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। প্রতিবারের মত এবারও প্রকাশিত ফলাফলে কারও কাঙ্ক্ষিত ফল না এলে সে পুনঃনিরীক্ষণের আবেদন বা খাতা চ্যালেঞ্জ করতে পারবেন। এ প্রক্রিয়া শেষ হয় গত ১৯ মে।
এবছর ফল পুনঃনিরীক্ষণের রেজাল্ট কবে জানা যাবে এমন প্রশ্নের উত্তরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘নীতিমালা অনুযায়ী ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে ফল পুনঃনিরীক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সেক্ষেত্রে আগামী জুন মাসের ১১ তারিখ শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।’
ফল পরিবর্তনের তথ্য শিক্ষার্থীরা মোবাইলফোনের এসএমএসেও পেয়ে যাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তন হলে কলেজ ভর্তিতে সংশোধনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। জানা যায়, এ বছর ফল পুনঃনিরীক্ষায় প্রতি পত্রের জন্য আবেদন ফি নেয়া হয় ১২৫ টাকা।