২৮ অক্টোবর ২০২৩, ২০:২৯

হরতালেও চলবে সাত কলেজের পরীক্ষা

ঢাবি ও সাত কলেজের লোগো  © লোগো

আগামীকাল রোববার (২৯ অক্টোবর) বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা চলমান থাকবে। আজ শনিবার (২৮ অক্টোবর) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক এবং ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।

তিনি বলেন, আগামীকাল অধিভুক্ত সাত কলেজের স্নাতক (২০২১-২০২২ শিক্ষাবর্ষ)  প্রথম বর্ষের এবং স্নাতকোত্তর শ্রেণীর ২০২২ সালের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা হরতালের বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানিয়েছি। তারা এখন পর্যন্ত পরীক্ষা বন্ধ সংক্রান্ত কোন কিছু জানায়নি। অর্থাৎ  সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা হবে। আর যদি বন্ধের কোন সিদ্ধান্ত আসে তাহলে সেটি সবাই দেখতে পাবে।

এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রোববার সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি। এরপর সন্ধ্যায় জামায়াতের পক্ষ থেকেও একই সিদ্ধান্তের কথা জানানো হয়।