এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি দেবে ক্যামব্রিয়ান, চলছে রেজিস্ট্রেশন
চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি দেবে বিএসবি-ক্যামব্রিয়ান শিক্ষা গ্রুপ। দেশের ১২টি ভেন্যুতে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হবে। এতে অংশগ্রহণ করতে চাইলে শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ ১ আগস্ট উত্তরা থেকে এ ক্যাম্পেইন শুরু হচ্ছে। পর্যায়ে ১২টি স্থানে এ কার্যক্রম চলবে। আগামী ১৪ আগস্ট ময়মনসিংহে অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা কার্যক্রম শেষ হবে।
প্রতিটি ভেন্যুতে সকাল সাড়ে ৯টায় ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হবে। আর বেলা আড়াইটায় সংবর্ধনা দেওয়া হবে ছাত্রদের। এতে অংশ নিতে ফ্রি রেজিস্ট্রেশন করতে লিংকে ক্লিক করুন।
ভেন্যুসমূহ
তারিখ: ১ আগস্ট ২০২৩
স্থান: উত্তরা, ঢাকা।
মোবাইল: ০১৭২০৫৫৭১৬৪/১৬৫
তারিখ: ২ আগস্ট ২০২৩
স্থান: মোহাম্মদপুর, ঢাকা।
মোবাইল: ০১৭৬২৬৮৮১৫২/১৫৩
তারিখ: ৩ আগস্ট ২০২৩
স্থান: মিরপুর, ঢাকা।
মোবাইল: ০১৭৬২৬৮৮০২১/০২২
তারিখ: ৫ আগস্ট ২০২৩
স্থান: সিটি হল কনভেনশন সেন্টার, বড়পুল, হালিশহর, চট্টগ্রাম
মোবাইল: ০১৭৬২৬৮৮১৮০/১৮১
তারিখ: ৬ আগস্ট ২০২৩
স্থান: জেলা শিল্পকলা একাডেমী, কুমিল্লা
মোবাইল: ০১৯৫৮৫৬১৯১৮
তারিখ: ৭ আগস্ট ২০২৩
স্থান: পৌর কমিউনিটি সেন্টার, টেংকের পার, ব্রাহ্মণবাড়িয়া
মোবাইল: ০১৭৬২৬৮৮০৫৫/০৫৬
তারিখ: ৮ আগস্ট ২০২৩
স্থান: যমুনা ফিউচার পার্ক অডিটোরিয়াম, বসুন্ধরা, ঢাকা
মোবাইল: ০১৭২০৫৫৭১৬০/১৭০
তারিখ: ৯ আগস্ট ২০২৩
স্থান: মেয়র সাইদ খোকন কমিউনিটি সেন্টার, যাত্রাবাড়ী
মোবাইল: ০১৭২০৫৫৭১৩০/১৪০
তারিখ: ১০ আগস্ট ২০২৩
স্থান: ক্যামব্রিয়ান কলেজ অডিটোরিয়াম, হাসনাবাদ, বসুন্ধরা রিভারভিউ
মোবাইল: ০১৩২১২০০৬৯০/০৯১
তারিখ: ১১ আগস্ট ২০২৩
স্থান: নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান কলেজ অডিটোরিয়াম, ফতুল্লা, নারায়ণগঞ্জ
মোবাইল: ০১৪০৬২৫২০০২/০০৪
তারিখ: ১২ আগস্ট ২০২৩
স্থান: ক্যামব্রিয়ান কলেজ অডিটোরিয়াম, সেমন্তি টাওয়ার, দক্ষিণ কেরাণীগঞ্জ
মোবাইল: ০১৭৬২৬৮৮০০১/০০২
তারিখ: ১৪ আগস্ট ২০২৩
স্থান: তারেক স্মৃতি অডিটোরিয়াম, সদর, ময়মনসিংহ
০১৪০৬২৫২১৪৫
সংবর্ধনায় অংশগ্রহণকারীদের জন্য রয়েছে:
১. দেশে ও বিদেশে উচ্চশিক্ষায় ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ এর সুযোগ সম্পর্কে জানা।
২. দেশে ও বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ সম্পর্কিত বিষয় জানা।
৩. উচ্চশিক্ষা গ্রহণে বিষয়, বিশ্ববিদ্যালয় এবং দেশ নির্বাচন সম্পর্কে অবহিত হওয়া।
৪. বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে করণীয় বিষয়গুলো জানা।
৫. উচ্চশিক্ষা গ্রহণে কিভাবে আর্থিক প্রস্তুতি/স্ট্যাডি লোন নেওয়া যায় সে সম্পর্কে জানা।
৬. উচ্চশিক্ষার স্বপ্নপূরণে বিএসবি'র মাধ্যমে ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে ১৫ হাজার শিক্ষার্থী ১০০ শতাংশ স্কলারশিপসহ বিদেশে ভর্তির সুযোগ পাবে।
৭. সংবর্ধনায় আগত সকল শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার ভর্তি সম্পর্কিত পরামর্শ ও ভিসা প্রসেস চার্জ সম্পূর্ণ ফ্রি
৮. কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়াতে 11 Grade/ UFP/ High School Diploma/ Certificate & Diploma Program/BD (Baccalaureate Diploma)/ ESL প্রোগ্রামে ভর্তির সুযোগ।
৯. এসএসসিতে এ+ প্রাপ্ত শিক্ষার্থীরা ১০০ শতাংশ স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটি ফাউন্ডেশন প্রোগ্রামে ভর্তি হতে পারবে। ১ বছরের ফাউন্ডেশন প্রোগ্রাম শেষে শিক্ষার্থীরা সরাসরি ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পারবে। ফাউন্ডেশন প্রোগ্রামে সিজিএ ৩.৫ (৪ এর মধ্যে) শিক্ষার্থীরা ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে ১০০ শতাংশ স্কলারশিপের সুযোগ পাবে।