১০ মার্চ ২০২৩, ১৫:০৫

ফল নিরীক্ষায় রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ৩৮ জন

  © সংগৃহীত

এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে রাজশাহী বোর্ডে ১০৬ জনের ফল পরিবর্তন হয়েছে। রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৯ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন পরীক্ষার্থী। এ বোর্ডের কোনো শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পাননি। শুক্রবার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

আরও পড়ুন: ফল নিরীক্ষায় দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ৪৯ জন

এর আগে গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।