এইচএসসিতে এ-গ্রেডে পাস মা, ফেল করেছে মেয়ে
২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন নীলফামারীর ডিমলার মা-মেয়ে। ফলাফল প্রকাশের পরও আলোচনায় আছেন। ফলাফলে মা মারুফা আক্তার পাস করেছেন এ-গ্রেডে। তবে মেয়ে উত্তীর্ণ হতে পারেননি।
মারুফা আক্তার কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৮০ পেয়েছেন। তবে তার বড় মেয়ে বিজ্ঞান বিভাগ থেকে অকৃতকার্য হয়েছেন।
মারুফা আক্তার বলেন, ছেলে-মেয়েদের মানুষ করতে গিয়ে পড়াশোনার সুযোগ হয়নি। তবে স্বামীর উৎসাহে বড় মেয়ের সঙ্গে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করি। আর দশটা মানুষের মতো যেন নিজেকে শিক্ষিত মানুষ হিসেবে পরিচয় দিতে পারি, সে কারণেই কষ্ট করে লেখাপড়া করেছি। কষ্ট সার্থক হলেও মেয়ে উত্তীর্ণ না হওয়ায় মন খারাপ বলে জানান তিনি।
মারুফা আক্তারের স্বামী জানান, তার স্ত্রীর ফলাফলে তিনি খুশি। যতদূর পড়াশোনা করতে চায় করবে। তবে মেয়েও একসঙ্গে পাস করলে ভালো লাগত।
২০০৩ সালে এক মাছ ব্যবসায়ীর সঙ্গে মারুফার বিয়ে হয়। সে সময় দশম শ্রেণির ছাত্রী ছিলেন তিনি। ২০ বছরের সংসারে চার সন্তান রয়েছে তাদের। ২০২০ সালে এসএসসি পাস করেন মারুফা। তখনও মেয়ের চেয়ে ভালো ফলাফল করেন।