২৯ নভেম্বর ২০২২, ০৯:১৭

সিধলীর এসএসসির ফলাফলে খুশি শিক্ষর্থী-অভিভাবকরা

সিধলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থী  © টিডিসি ফটো

ময়মনসিংহ  বোর্ডের অধীনে এস এস সি  পরীক্ষার ফলাফলে প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও সাফল্য অর্জন করছেন কলামাকান্দা উপজেলার ঐতিহ্যবাহী  সিধলী পাবলিক উচ্চ বিদ্যালয় । এবছর পাসের হার ৯১.৩৮%। 

এস এস সি  পরীক্ষায় ১১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। মানবিক শাখা থেকে ১০৩ জন,  ব্যবসা শাখা থেকে ৫ জন, বিজ্ঞান থেকে ৮ জন। এদের মধ্যে ছেলে ৮৯ জন ও মেয়ে ২৭ জন।  জিপিএ-৫ পেয়েছেন ৫ জন। অন্যরা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। 

আর এই ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। 

উপজেলার কৈলাটি ইউনিয়নের সিধলী বাজারে ১৯৬২ সালে স্কুলটি প্রতিষ্ঠা করেন এলাকাবাসী । সময়ের ব্যবধানে এক হাজার  শিক্ষার্থীর পদচারণায় মুখরিত এ স্কুলটি,  ফলাফলে ভাল স্থান অর্জনকারী হিসেবে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানের এ সাফল্যে খুশি প্রধান শিক্ষক এস এম আব্দুল লতিফ। 

আরও পড়ুন: স্কুলে স্কুলে বাঁধভাঙ্গা উল্লাস শিক্ষার্থীদের।

প্রধান শিক্ষক আব্দুল লতিফ সাফল্যের কারণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাসটেস্ট, দুর্বল শিক্ষার্থীদের জন্য বছরের বিভিন্ন সময়ে ফীডব্যাক ক্লাশ, অভিভাবক সম্মেলন ও শিক্ষকমণ্ডলীর অক্লান্ত পরিশ্রম ও নিবিড় পর্যাবেক্ষণসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের কারণে কেন্দ্রীয় পরীক্ষাসমূহে এ প্রতিষ্ঠান বরাবরই গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করছে।

তিনি ভাল ফলাফল ও এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য শিক্ষক, অভিভাবকসহ সর্বমহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

শিক্ষার্থীর অভিভাবকগণ বলেন,  আমাদের এই স্কুলে নতুন প্রধান শিক্ষক লতিফ স্যার আসার পরবর্তী সময়ে স্কুলের শিক্ষাঙ্গনে অনেকটা পরিবর্তন হয়েছে। এবং স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। আমরা এমন একজন শিক্ষক পেয়ে আনন্দিত।