এক বিষয়েই অকৃতকার্য বিদ্যালয়ের ৪৩ শিক্ষার্থী, শিক্ষকরা অবরুদ্ধ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে। এবার সারা দেশে গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ । আর জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী। সোমবার দুপুরে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এদিকে, নোয়াখালীর সেনবাগের বীজবাগ নবকৃঞ্চ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল শাখার ৪৩ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে বলে জানা গেছে। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা ওই বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ১০ শিক্ষককে অবরুদ্ধ করে রাখে।

আরও পড়ুন: ৪.৯৩ পেয়ে উত্তীর্ণ পৌর কাউন্সিলর, ভর্তি হবেন কলেজে

এসময় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। কিন্তু প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থালে পৌঁছে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করে।

জানা গেছে, বীজবাগ নবকৃঞ্চ উচ্চ থেকে এ বছর ভোকেশনাল (ইন্ডাট্রিয়াল এসাইমেন্ট) বিভাগ থেকে ৪৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু সোমবার এসএসসি ফল প্রকাশিত হলে ভোকেশনাল বিভাগের ওই ৪৩ জন শিক্ষার্থী সকলে ফেল করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ ৪৩ শিক্ষার্থী ফেল করার কথা স্বীকার করে বলেন, নবম শ্রেণির এসাইমেন্ট পরীক্ষার কাগজপত্র করোনার কারণে সময় মতো না দেওয়ায় ওই বিষয়ের ফল প্রকাশিত হয়নি। ফলে তারা ফেল করেছে। আগামী দুই মাস পর নবম শ্রেণির ফল প্রকাশিত হলে ওই সময় এসএসসি পূর্ণ ফল প্রকাশিত হবে। এতে শিক্ষার্থীদের ফলাফল পাওয়া যাবে বলে জানান।


সর্বশেষ সংবাদ