২৮ নভেম্বর ২০২২, ১৪:৫৮

জিপিএ-৫ পেলেন মির্জাপুর ক্যাডেট কলেজের সব শিক্ষার্থী

মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা  © সংগৃহীত

২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী। শতভাগ জিপিএ-৫ পেয়েছে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা। 

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেছেন মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান ।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান জানান, প্রতি বছরই এসএস‌সি পরীক্ষায় ভালো ফলাফ‌লের রেকর্ড র‌য়েছে ক্যাডেট ক‌লে‌জের। ক‌লে‌জের ৫০ জন পরীক্ষার্থীর সবাই জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে। গত বছ‌রও শতভাগ পরীক্ষার্থী জি‌পিএ-৫ পে‌য়ে‌ছিল।

আরও পড়ুন: জিপিএ-৫ বেড়েছে ৮৬ হাজার।

২০২১ সালের এসএসসি পরীক্ষায় মির্জাপুর ক্যাডেট ক‌লেজ থে‌কে শতভাগ পরীক্ষার্থী জি‌পিএ-৫ পে‌য়ে‌ছিল।

অপরদিকে এবারের এসএসসি পরীক্ষায় দেশের মোট ২ হাজার ৯৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।