মোট জিপিএ-৫ এ শীর্ষে ঢাকা বোর্ড, সবচেয়ে কম সিলেট

শিক্ষার্থীদের উচ্ছাস
শিক্ষার্থীদের উচ্ছাস  © সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে। এবার সারা দেশে গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ । গত বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ ছিল। এসএসসিতে এবার জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। জিপিএ-৫ এ শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বোর্ডসমূহ বিশ্লেষণ করে দেখা যায় ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬৪,৯৮৪ জন। আর ৭,৫৬৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী নিয়ে সবার শেষে রয়েছে সিলেট বোর্ড।

এছাড়া কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন, ১৯,৯৯৮ জন, বরিশাল বোর্ড ১০,০৬৮ জন, চট্টগ্রাম বোর্ড ১৮,৬৬৮ জন, দিনাজপুর বোর্ড ২৫,৫৮৬ জন, যশোর বোর্ড ৩০,৮৯২ জন, রাজশাহী বোর্ড ৪২,৫১৭ জন, ময়মনসিংহ বোর্ড ১৫,২১৬ জন, মাদ্রাসা বোর্ড ১৫,৪৫৭ জন, কারিগরি বোর্ড ১৯,১৩৯জন।

আরও পড়ুন: জিপিএ-৫ এ এগিয়ে মেয়রা।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছেন এবার জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। 

এদিকে জিপিএ-৫ ছেলেরা পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৫৬ জন। জিপিএ-৫ মেয়েরা এগিয়ে আছে। মেয়েরা পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence