২৬ জানুয়ারি ২০২৬, ১৭:৪৭
দাখিল পরীক্ষা শুরু ২১ এপ্রিল, রুটিন দেখুন এখানে
চলতি বছরের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে। রবিবার (২৬ জানুয়ারি) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। এটি চলবে ২৫ মে পর্যন্ত। পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে।
এ বছর সূচি অনুযায়ী, কুরআন মাজিদ ও তাজভিদ দিয়ে শুরু শুরু হবে এবারের পরীক্ষা। মোট ১৪টি নির্দেশনা দিয়ে প্রকাশ করা হয়েছে এবারের সূচি; যাতে প্রথমেই বলা হয়েছে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।