এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণ: যশোর বোর্ডে আবেদন ২০ হাজার ৩৯৫ শিক্ষার্থী
এইচএসসি পরীক্ষার ফলে ‘সন্তুষ্টু হতে না পেরে’ যশোর বোর্ডে ২০ হাজার ৩৯৫ শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। তারা বিভিন্ন বিষয়ের ৩৬ হাজার ২০৫টি খাতা চ্যালেন্স করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, “ফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই পুনর্নিরীক্ষণের ফল দেওয়ার নিয়ম রয়েছে। সে হিসেবে ১৬ নভেম্বর দিনটি পড়ে। ১৬ নভেম্বরের মধ্যে খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পরের দিন থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ পায় ফলে সন্তুষ্টু হতে না পারা’ পরীক্ষার্থীরা। প্রতিপত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে হয়েছে। প্রতিবছরই পাবলিক পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ পান ‘ফলে সন্তুষ্টু হতে না পারা’ পরীক্ষার্থীরা।
তবে এ ক্ষেত্রে তাদের খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না, তাদের খাতায় বিভিন্ন প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রাপ্ত নম্বর পুনরায় যোগ করে দেখা হয় তা ঠিক আছে কিনা। যশোর বোর্ডে ২০ হাজার ৩৯৫ শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করে বিভিন্ন বিষয়ের ৩৬ হাজার ২০৫টি খাতা চ্যালেন্স করেছে। তবে, ইংরেজি বিষয়ে খাতা চ্যালেন্সের সংখ্যা বেশি।