১৭ অক্টোবর ২০২৫, ১২:২০

গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী  © টিডিসি ফটো

এইচএসসি ও আলিম সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের তাৎক্ষণিক ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী।
 
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও গাজীপুর মহানগর সভাপতি রেজাউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি জাকির হুসাইন।
 
উদ্বোধনী বক্তব্যে সভাপতি রেজাউল ইসলাম বলেন, আজকের এই জিপিএ-৫ প্রাপ্তি তোমাদের আগামী জীবনের সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করবে। প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং আগামীতেও ধারাবাহিকভাবে সফলতার জন্য মেধা ও যোগ্যতা দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। মনে রেখো, যারা সত্যিকারের চেষ্টা করে, তারা কখনো ব্যর্থ হয় না।

অনুষ্ঠানের প্রধান অতিথি তোকাত গাজী ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ গঠনে মেধা ও নৈতিকতার সমন্বয় অপরিহার্য। দেশের পরিবর্তনে মেধাবীদের বিকল্প নেই। সময় হচ্ছে সবচেয়ে বড় পুঁজি। সময় নষ্ট মানে সম্ভাবনা নষ্ট। তাই এখন থেকেই পরবর্তী ধাপের প্রস্তুতি নিতে হবে। প্রতিটি সাফল্য আসে ধৈর্য, পরিকল্পনা ও অধ্যবসায়ের মাধ্যমে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও নেতৃবৃন্দ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ জীবনে আরও সাফল্যের জন্য শুভকামনা করেন।