১৬ অক্টোবর ২০২৫, ১৩:৩৬

দিনাজপুর সরকারি কলেজে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন ৪৩৫ শিক্ষার্থী

দিনাজপুর সরকারি কলেজ  © সংগৃহীত

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ (১৬ অক্টোবর)। এবছর দিনাজপুর সরকারি কলেজের ৮২৭ জন শিক্ষার্থীর মধ্যে ৪৩৫ জন জিপিএ-৫ অর্জন করেছেন।

অধ্যক্ষের কার্যালয় সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগে অংশগ্রহণকারী ৪৫৮ জনের মধ্যে ৩৩৬ জন, মানবিক বিভাগে ৮৯ জন, এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

এবছর মোট ৮২৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৮০৬ জন, অনুপস্থিত ছিলেন ১০ জন এবং অকৃতকার্য হয়েছেন ২১ জন।