১৬ অক্টোবর ২০২৫, ১৩:২২
সিলেট বোর্ডের প্রায় অর্ধেক এইচএসসি পরীক্ষার্থী ফেল
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। এবছরের পরীক্ষায় পাশের হার ৫৮.৮৩ শতাংশ।
ফলাফলে দেখা গেছে, সিলেট বিভাগে পাশের হার ৫১ দশমিক ৮৬। অর্থাৎ প্রায় অর্ধেক শিক্ষার্থী ফেল করেছে। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬০২ জন।
সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলো ৬৯ হাজার ৯৪৪ জন। যার মধ্যে ৬৯ হাজার ১৭২ জন পরীক্ষায় অংশ নেন।