যে বোর্ডে পাসের হারে এগিয়ে ছেলেরা
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। বেশিরভাগ শিক্ষা বোর্ডে পাসের হারে মেয়েরা ছেলেদের ছাপিয়ে গেলেও ব্যতিক্রম দেখা গেছে সিলেট বোর্ডে। এই বোর্ডে পাসের হারে ছেলেরা সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে।
প্রকাশিত ফল অনুযায়ী, সিলেট বোর্ডে ছেলেদের পাসের হার ৬৮ দশমিক ৬২ শতাংশ, যেখানে মেয়েদের পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ। তবে উত্তীর্ণের সংখ্যা ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে মেয়েরা।
এদিকে, জিপি-৫ এ কুমিল্লা, চট্টগ্রাম ও মাদরাসা শিক্ষাবোর্ডের ছেলেরা এগিয়ে রয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডে গড়ে ৬.৩১ শতাংশ ছাত্র ও ৫.৬২ শতাংশ ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া, চট্টগ্রাম বোর্ডে ৮.৯০ শতাংশ ছাত্র ও ৮.০৭ শতাংশ ছাত্রী এবং মাদরাসা শিক্ষাবোর্ডে ৩.৩২ শতাংশ ছাত্র ও ৩ শতাংশ ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৯ লাখ চার হাজার ৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন পাশ করেছে। ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৩ দশমিক ৭৯ শতাংশ বেশি পাশ করেছে। চলতি বছর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন। তাতে এগিয়ে মেয়েরা। ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী ও ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।