বৃহস্পতিবার দুপুরের পর ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা, সময় জানাল বোর্ড
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশ করা হবে। ফলাফল ওয়েবসাইট এবং এসএমএস উভয় মাধ্যমে জানা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি জানান, দুপুর ২টার পর শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।
সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো। সে হিসাবে ঘোষিত তারিখের মধ্যেই ফল আসছে। চলতি বছর এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল, শেষ হয় ১৩ মে। এরপর ১৫ থেকে ২২ মে পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ শিক্ষার্থী। দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।