২৩ জুন ২০২৫, ১২:৫০

যশোরে এইচএসসি পরীক্ষা স্থগিতের ভুয়া বিজ্ঞপ্তি, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ বোর্ডের

যশোর শিক্ষা বোর্ড  © সংগৃহীত

যশোর শিক্ষাবোর্ডের আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা স্থগিত হয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

রবিবার (২২ জুন) বিকেলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে, সেটিতে আমার নাম ও জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। বোর্ড কখনোই এ ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। বিষয়টি নজরে আসার পর যশোর বোর্ড কর্তৃপক্ষ যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক কাজী বাবুল হোসেন জানান, বিষয়টি তদন্তে একটি টিম কাজ শুরু করেছে। আশা করছি দ্রুতই উদঘাটন করতে পারবো কে বা কারা অপপ্রচার চালিয়েছে। 

পরীক্ষা নিয়ন্ত্রক জানান,  সারা দেশের মতো যশোর শিক্ষাবোর্ডেও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী  আগামী ২৬ জুন বাংলা প্রথম পত্রের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।