১৬ জুন ২০২৫, ১৫:১৬

এইচএসসি পরীক্ষার বাকি ১০ দিন, পরীক্ষার্থীদের করণীয়

পড়ার টেবিলের প্রতীকী ছবি  © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ২৬ জুন থেকে। দিনের হিসাবে আর ১০ দিন বাকি। শেষ মুহূর্তে সঠিক পরিকল্পনা ও রিভিশন দিয়ে সঠিক প্রস্তুতি নিতে হবে। এইচএসসিতে কীভাবে ভালো ফলাফল করা যায়, তা নিয়ে পরীক্ষার্থীদের করণীয় কী, তার জন্য মানতে হবে কিছু পরামর্শ।

সঠিক পরিকল্পনা ঠিক করা
পরীক্ষায় প্রস্তুতি ভালো করে নেওয়ার জন্য প্রয়োজন পড়ার একটা ‘সঠিক পরিকল্পনা’ করা। আর সেই পরিকল্পনা কেমন হবে, শিক্ষার্থীকেই ঠিক করে নিতে হবে। সে অনুযায়ী ধীরে ধীরে সঠিক প্রস্তুতির পরিকল্পনা বাস্তবায়ন করে নিতে হবে।

পড়ার রুটিন তৈরি
একজন পরীক্ষার্থীর প্রতিদিনের পড়ার ‘একটা রুটিন’ থাকতে হবে। বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা—যে বিভাগেরই হোক, পরীক্ষার্থীকে নিজেই একটা রুটিন তৈরি করে নিতে হবে। কোন বিষয়টা আগে পড়তে হবে, কোনটা পরে; কোন বিষয় কত সময় ধরে পড়বে—প্রয়োজনমতো তা ঠিক করা 

বোর্ড তৈরি
‘পড়া ও পরীক্ষা’ বিষয়ক প্রয়োজনীয় সবকিছু চোখের সামনে থাকলে ভালো। আর তা পড়ার টেবিলের সামনের বোর্ডে লাগিয়ে রাখতে হবে। যেমন পড়ার রুটিন, এইচএসসি পরীক্ষার রুটিন, বিভাগ অনুযায়ী দরকারি সূত্র, পয়েন্ট, ভূগোলের মানচিত্র, ছবি, গ্রাফসহ খুঁটিনাটি সমস্যার সমাধান ও প্রয়োজনীয় তথ্য। বোর্ড চোখের সামনে থাকলে দ্রুত চোখে পড়বে এবং তা আয়ত্তে এসে যাবে।

আরও পড়ুন : এইচএসসি পরীক্ষা নিয়ে বিশেষ নির্দেশনা

সাইড নোট জরুরি
প্রতিদিন পড়ার সময় তুমি বিভিন্ন বিষয়ে যে যে সমস্যার মুখোমুখি হবে, তা তখনই নোট খাতায় লিখে রাখবে। পরে সেই সমস্যাগুলো কলেজশিক্ষক বা গৃহশিক্ষক বা বড়দের সহায়তা নিয়ে সমাধান করে নিতে পারবে। এতে তোমার প্রস্তুতিটা অনেক সহজ হয়ে যাবে।

প্রতিদিনের অনুশীলন
গণিত, পদার্থ, রসায়ন, অর্থনীতিসহ অনেক বিষয়ে গাণিতিক সমস্যা আছে। এই গাণিতিক সমস্যার ভয় দূর করতে হবে। আর তা দূর করার একমাত্র উপায় হলো অনুশীলন, অনুশীলন আর অনুশীলন। তাই প্রতিদিন গণিত অনুশীলন করলে তা ধীরে ধীরে সহজ হয়ে যাবে। পড়ার রুটিনে অবশ্যই প্রতিদিন একবার হলেও এসব বিষয় অনুশীলনের জন্য সময় নির্ধারণ করতে হবে।

প্রতিদিনের পড়া শেষ করা
প্রতিদিনের পড়া যদি প্রতিদিন শেষ করার চেষ্টা করা হয়, তাহলে পরীক্ষার আগে কোনো পড়া জমা থাকবে না, সব বিষয়ের সব পড়া একসঙ্গে আয়ত্তে চলে আসবে।

পড়া ও লেখা
প্রতিটি বিষয়ই মনোযোগ সহকারে পড়তে হবে। পড়ার পর কোনো কোনো প্রশ্ন লিখতে হবে, প্রয়োজনে কোনো কোনো প্রশ্নের উত্তর নিজে নিজে লিখতে হবে। এতে হাতের লেখা চালু থাকবে। আর সমস্যাও ধরা পড়বে। তা সহজেই পরে সংশোধন করা সহজ হবে।

রিভিশন
প্রতিটি বিষয়ের প্রস্তুতি গ্রহণ শেষ। তাই নতুন করে কোনো প্রশ্নের উত্তর না পড়লে ভালো। এত দিন যা পড়া হয়েছে, তা-ই মনোযোগ দিয়ে রিভিশন দিতে হবে। এতে ছোট সমস্যাগুলো সামনে আসবে আর তা সহজেই দূর করে নেওয়া যাবে। এতেই এইচএসসি পরীক্ষায় সফলতা আসবে।