২৯ জানুয়ারি ২০২৬, ১৮:০৮

চেহারায় আমূল পরিবর্তন, জন আব্রাহামের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা

জন আব্রাহাম  © সংগৃহীত

সুঠাম পেশিবহুল শরীর আর গালে টোল পড়া হাসিতে একসময় কোটি ভক্তের হৃদয়ে ঝড় তুলেছিলেন জন আব্রাহাম। বিশেষ করে ‘জিস্‌ম’ ও ‘ধুম’ ছবির সেই সুপুরুষ জন আব্রাহাম আজও অনুরাগীদের মনে অমলিন। কিন্তু সেই জনের হঠাৎ কী হলো? সম্প্রতি তাঁর এমন এক চেহারা সামনে এসেছে, যা দেখে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যাচ্ছে, কালো টি-শার্ট ও প্যান্ট পরা জনের হাতের পেশি আগের মতোই শক্ত থাকলেও চেহারায় এসেছে বিশাল পরিবর্তন। আগের সেই উজ্জ্বলতা নেই, ওজন কমেছে অনেকটা এবং মাথায় কাঁচাপাকা চুল স্পষ্ট। নিজের সহযোগী দলের সদস্যদের সঙ্গে তোলা প্রিয় অভিনেতার এই রূপ দেখে অনেকেই চমকে উঠেছেন।

জনের এই আকস্মিক বদল নিয়ে সামাজিক মাধ্যমে চলছে জোর চর্চা। একজন অনুরাগী উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘এটা কী হয়েছে জনের? এত বদল! উনি সুস্থ আছেন তো? এই ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি করা নয় তো?’ আর এক জন প্রশ্ন তুলেছেন, ‘দেখে মনে হচ্ছে, ওঁর ওজন হঠাৎ অনেকটা কমে গিয়েছে। ওজন কমে যাওয়ার জেরেই মুখের বলিরেখা স্পষ্ট হয়ে উঠেছে।’

তবে সবাই যে নেতিবাচক মন্তব্য করছেন তা নয়। জনের এক অনুরাগী তাঁর পক্ষ নিয়ে লিখেছেন, ‘ওঁর বয়স এখন ৫৪। চেহারায় বদল আসা খুব স্বাভাবিক। দয়া করে ওঁকে নিয়ে খারাপ মন্তব্য করবেন না। উনি সুস্থই আছেন।’ আবার অনেকের ধারণা, হয়তো নতুন কোনো সিনেমার চরিত্রের প্রয়োজনেই ওজন কমিয়ে এমন চেহারা তৈরি করেছেন তিনি।

অবশ্য জনের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ‘লুক’-এর কোনো ছবি বা কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো পাওয়া যায়নি। অভিনেতাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘তেহরান’ ছবিতে, যা দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।