০৫ নভেম্বর ২০২৫, ১৬:২১

বিসিবি পরিচালক রুবাবাকে নিয়ে সেই পোস্ট মুছে ফেললেন ইরফান

রুবাবা দৌলা ও ইরফান সাজ্জাদ  © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক রুবাবা দৌলা মতিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। সমালোচনার ঝড় ওঠার পর তিনি অবশেষে নিজের সেই পোস্টটি মুছে ফেলেছেন।

 সোমবার (৩ নভেম্বর) তিনি প্রথমবারের মতো বিসিবির বোর্ড মিটিংয়ে যোগ দেন। এরপরই অভিনেতা ইরফান সাজ্জাদ তার ফেসবুকে রুবাবার ছবি শেয়ার করে লিখেন, ‘এরপরও যদি খেলোয়াড়রা ভালো পারফর্ম করতে না পারে, তাহলে আর আশা নেই।’ এ পোস্টটি কিছু নেটিজেনের কাছে অশালীন ও অসম্মানজনক হিসেবে ধরা পড়ে। 

এ সমালোচনার পর ইরফান তার ফেসবুক মন্তব্যে ব্যাখ্যা দেন, ‘আমি একজন সাধারণ মানুষ এবং বাংলাদেশের ক্রিকেটের ভক্ত। আমার পোস্টটি ব্যঙ্গাত্মক ছিল। রুবাবা আপু আমার ক্রাশ, তাকে স্বাগত জানাচ্ছিলাম। বলতে চেয়েছিলাম—এত সুন্দর ও মেধাবী একজন ব্যক্তি বিসিবিতে যোগ দিয়েছেন, তারপরও যদি খেলোয়াড়রা অনুপ্রাণিত না হয়, তবে কখনই হবে না।’

পরবর্তীতে তিনি সেই পোস্টটি মুছে দিয়ে লিখেন, ‘অনেকেই ভুল বুঝেছে, তাই পোস্টটি ডিলিট করছি। এখন তো কিছু পোস্ট করলেই মানুষ উল্টাপাল্টা মন্তব্য করে।’

প্রসঙ্গত, রুবাবা দৌলা ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিনটন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।